• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রাইজিং বিডির সংবাদ

ইনসেপ্টা কোম্পানি চীনের করোনা টিকা উৎপাদনের অনুমোদন পেল

ডেস্ক রিপোর্ট :- দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান রোববার (১৬ মে) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উৎপাদনে সব ধরনের সক্ষমতা রয়েছে।  এমন একাধিক কোম্পানি আবেদন করেছিল।  বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপটাকে টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোমবার (১৭ মে) সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইনসেপটার একজন কর্মকর্তা জানিয়েছেন, এ মাস থেকে দেশেই টিকা উৎপাদন শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জরুরি ভিত্তিতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সিনোফার্মের টিকা অনুমোদন দেয় এ মাসের শুরুর দিকে। এটি পশ্চিমা দেশগুলোর বাইরে প্রথম কোনো দেশের উদ্ভাবিত টিকা যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। চীনে এবং অন্যান্য দেশে লাখ লাখ মানুষকে ইতোমধ্যেই এই টিকা দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে সিনোফার্মের টিকার ‘নিরাপত্তা, কার্যকারিতা এবং মান’ যাচাইয়ের পর তা তারা অনুমোদন করেছে। এই টিকা উদ্ভাবন করেছে বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিকাল প্রডাক্টস্।

সংবাদ সুত্র ঃ- রাইজিং বিডি

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।