• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
সালথা প্রেসক্লাবের সভাপতিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

সালথা প্রেসক্লাবের সভাপতিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যাকে জড়িয়ে প্রেসক্লাবের অর্থ আত্মসাৎ এবং তাকে বহিস্কার করা হয়েছে বলে প্রকাশিত সংবাদে দাবি করা হয়। উক্ত সংবাদের ব্যাখ্যা দিয়ে সেলিম মোল্যা জানান, একটি পক্ষ আমার বিরুদ্ধে আগে থেকেই চক্রান্ত করে আসছিলো। হঠাৎ করে গত ১৫ এপ্রিল সালথা প্রেসক্লাবের নাম বলে তথাকথিক একটি মিটিং করেন কোনো এক সদস্যের বাড়িতে বসে ৭/৮ জন। সেখানে দাবি করা হয় প্রেসক্লাবের অর্থ আত্মসাতের কারনে বহিস্কার দেখানো হয়েছে আমাকে। সালথা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সভাপতি ছাড়া কারো মিটিং ডাকার বিধান নেই। তাছাড়া সালথা প্রেসক্লাবের সভাপতির নামে কোনো সরকারি বরাদ্দ নেই। যে কারনে আমি কারো কাছ থেকে প্রেসক্লাবের নাম বলে টাকা নেইও নাই এবং আমার কাছে কেউ পাবেও না। সম্প্রতি প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয়ের লক্ষ্যে উপজেলা উন্নয়ন ফান্ড থেকে উপজেলা প্রশাসন একলক্ষ টাকা বরাদ্দ দিলে ঠিকাদারের মাধ্যমে উক্ত কাজ সম্পন্ন করা হয়। যাহা প্রেসক্লাবে দৃশ্যমান। এখানে সভাপতি হিসাবে আমার কোনো লেনদেনের সুযোগ নেই। একটি পক্ষ উক্ত ঠিকাদারের কাছ থেকে নগত টাকা এনে তারা ভাগ করে নিতে চাইলে আমি তাতে রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে টাকা আত্মসাতের অভিযোগ তুলে। যাহা খুবই দুঃখজনক এবং চরম ভিত্তিহীন। আমি তাদের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ্য, আমি ব্যক্তিগত কাজে কিছুদিন সালথার বাহিরে থাকার কারনে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সহ-সভাপতি মাহমুদ আশরাফ টুটুলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে সকল সদস্যদের অবগত করি। আমি দীর্ঘ দিন সাংবাদিকতায় একাধিক পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন সহ বর্তমানে দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সালথা উপজেলা সৃষ্টির পর আমার বন্ধু আবিদুর রহমান নিপুকে নিয়ে সালথা প্রেসক্লাব প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর থেকে বিগত প্রায় ১০ বছরের অধিক সভাপতির দায়িত্বপালন কালে আমার বিরুদ্ধে কেউ বিন্দুমাত্র অভিযোগ পায়নি। তাছাড়া সাংবাদিকতার পাশাপাশি আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে একটি পক্ষ চক্রান্ত করছে। আমি তাদের বলতে চাই, অনেকেই আমার হাত ধরে সাংবাদিকতায় আসছেন। এই মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।