ফরিদপুর করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারনায় জেলা পুলিশ
ফরিদপুর করোনা ভাইরাস মোকাবেলায় বাউল শিল্পীদের নিয়ে সচেতনতামূলক প্রচারনা শুরু করেছে ফরিদপুর জেলা পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের গোয়ালচামটস্থ পরাতন বাসষ্টান্ডে পিকাপ ভ্যানে করে এই প্রচারনামূলক কার্যক্রম শুরু করা হয়।
এসময় রিজার্ভ অফিসার আনোয়ার হোসেন জানান,ফরিদপুর পুলিশ বিভাগের অভিভাবক পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম স্যারের সার্বিক দিক নির্দেশনায় করোনা ভাইরাস শুরু থেকে ফরিদপুর পুলিশ বিভাগের সদস্যারা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করছে। যেমন ত্রান বিতরন,লাশের সৎকার,লাশ দাফন,সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করা,সরকারের লকডাউন বাস্তবায়ন ইত্যাদি ।
তারই ধারাবাহিকতায় আজ ফরিদপুর বাউল শিল্পিদের নিয়ে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে জনগন সচেতন করার জন্য শহরের গুরুত্ব পূণ্য স্থানে সচেতনতামূলক গান পরিবেশন করা হচ্ছে।