বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে গিয়ে হাসপাতালের মালীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মালী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মালী হিসেবে এই হাসপাতালে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ইউসুফ আলী ১৬ জুন মঙ্গলবার দুপুর ২ টার দিকে মই বেয়ে পুরাতন ভবনের তৃতীয় তলার ছাদে উঠেন । হঠাৎ তিনি ছাদ থেকে পড়ে গেলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নেয়া হলে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে ছাদ পরিস্কার করার জন্য তিনি ছাদে উঠেছিলেন।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী ছাদ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।