দায়িত্বজ্ঞানহীনতা নজির
মুজিব সড়কের ফরিদপুর প্রেসক্লাব ও আরোগ্য সদন অংশে পৌরসভার উদ্যোগে ড্রেন নির্মাণের কাজ চলছে। পথচারীদের তীব্র ভোগান্তির মুখে এ পথটুকু অতিক্রম করতে হচ্ছে।
ইতিমধ্যে ড্রেনের যে অংশের নির্মাণকাজ শেষ হয়েছে, সেই অংশটি ফুটপাত হিসেবে ব্যবহার করতে পারে পথচারি। পথচারীরা যাতে ওই জায়গাটুকু ব্যবহার করতে না পারে সেজন্য মুন সার্জিক্যাল এবং কনকর্ড স্টুডিওর উদ্যোগে প্রচারণামূলক সাইনবোর্ড বসানো হয়েছে ড্রেনের উপর। এর ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বলুন, দায়িত্বজ্ঞানহীনতার নজির আর কাকে বলে?
## জনসচেতনতামূলক পোস্টটি নেওয়া হয়েছে সাংবাদিক পান্না বালার ফেইসবুক থেকে।।