• ঢাকা
  • সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
একজন প্রতিবন্ধীর জীবন যুদ্ধের গল্প

একজন প্রতিবন্ধীর জীবন যুদ্ধের গল্প- জিল্লুর রহমান রাসেল

   অলিম্পিক প্রতিযোগিতায় প্রতিবন্ধী’রা অংশ নেয়; আর আমাদের দেশের প্রতিবন্ধীরা শুধু ভিক্ষা করে। কীভাবে? এটা কী করে হয়?  না- এমটি হতে পারে না’ এরকম চিন্তা ঘুরপাক খায় বিপ্লব (২৫) নামে একজন প্রতিবন্ধীর মাথায়।

ফরিদপুর শহরে ঘুরে বেড়ান আর ভাবেন সমবয়সি জ্যোতিময়, রুবেল, তৌহিদুল, সোনিয়া এবং ফাল্গুনী সাহার উপর প্রভাব ফেলে বিপ্লব কুমার মালোর চিন্তা’। বিপ্লব বলেন, “প্রতিবন্ধী’দের অন্তত: ভিক্ষা করা থেকে বিরত রাখতে চাই।

তাঁরা স্বাভাবিক মানুষের মতো আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে পারে”।

বন্ধুরা বলে, বিপ্লব আমরা আছি তোমার সঙ্গেঁ। তুমি আমাদের বন্ধু বলে প্রতিবন্ধী’দের কষ্ট আমরা আরো ভালকরে বুঝতে পারি। এ গল্প ২০০৯ সালের- তখন থেকেই, বিপ্লবের কাজ শুরু হয় প্রতিবন্ধী সংগ্রহ করায়, কাজ সংগঠিত করার কাজ খুঁজে-খুঁজে বের করেন। কোথায় প্রতিবন্ধী’রা আছেন! শহরের বাইরে শুরু হয় পদচারণা। সংগ্রহ অভিযান শুরু করেন ফরিদপুরের বিভিন্ন উপজেলায়।

এছাড়া বিভিন্ন কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থী খুঁজে বের করে। ফরিদপুর জেলায় শহরতলীতে “গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) প্রধান প্রতিষ্ঠাতা পবন কুমার আচার্য্য মহাশয়ের পরামর্শক্রমে ২০১২ সাল থেকে ফরিদপুরে প্রতিবন্ধী’দের আত্মকর্মসংস্থানে শুরু করেন “গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) ফরিদপুর। বর্তমান সদস্য সংখ্যা ৭৮২ জন। শহরে এদেরই একজন মানিক (৩২) বলেন, বিপ্লব আমাদের নিয়েই থাঁকে, আমাদের নিয়েই তাঁর যত চিন্তা। উত্তরে, আর এক প্রতিবন্ধী হরেকেষ্ট বলেন, সে আমাদের নেতা, আমাদের সবাইকে আত্মনির্ভর করতে চায় , আর একজন বলেন, কেষ্ট স্বনির্ভর হয়েছে, আমি নিজেও একজন স্বনির্ভর।

আগে চেয়ে-চিন্তে খেতাম। এখন থেকে মাছের ব্যবসা করছি। এখন আর কারও কাছে হাতপাততে হয়না। “গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও)”এর মাধ্যমে ও শহর সমাজসেবা, ফরিদপুর -এর সহযোগিতায় তাদের ঋণের ব্যবস্থা করে দেয়া হয়েছে। বিপ্লব তৈরী করেছে একটি প্রশিক্ষণ কেন্দ্র যাতে প্রতিবন্ধী’রা প্রশিক্ষণ নিয়ে

স্বনির্ভর হতে পারে। ফরিদপুর শহরের ২নং হাবেলী গোপালপুর (মিশন) হাউসে তৈরি প্রশিক্ষণ কেন্দ্রেই বিভিন œ ধরণের প্রতিবন্ধী’রা প্রশিক্ষণ নিয়ে আসছে। ২০১৪ সালের সি.এস.আই.ডি, ঢাকা এর সহযোগিতায় ফরিদপুরে ১৮-৩০ বছরের বিভিন্ন ধরণের প্রতিবন্ধী’কে প্রশিক্ষণ, কর্মসংস্থান, আই.জি পদ্র ান ইত্যাদি করে আসছে। সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিবন্ধকা বহনকারী প্রতিবন্ধী’দের উদ্বুদ্ধকরণ কাজে সহযোগিতা দিয়ে আসছে। আই,টি প্রশিক্ষণ -এর মাধ্যমে শিক্ষায় প্রতিবন্ধী’দের প্রদান করে আসছে- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ফরিদপুর আঞ্চলিক অফিসের ইন-চার্জ সনৎ কুমার দাস -এর সহযোগিতায় শিক্ষিত প্রতিবন্ধী’দেরকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের সহযোগিতায় বিশেষ ভুমিকা পালন করে আসছে “গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) ফরিদপুর। ২০১৪ সাল থেকে সি.এস.আই.ডি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল -এর সহযোগিতায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার পাশাপাশি নানারকম ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। ২০১৪ সালে তিনি যুব উন্নয়ন থেকে পদকপ্রাপ্ত, ২০১৬ সালে “মাদার তেরেসা” পদক পান।

বলেন, এইসব হয়েছে প্রতিবন্ধীদের জন্য, এই দেশের প্রতিবন্ধীদের সহযোগিতা করে, ‘ডিজিটাল বাংলাদেশ’ করে গড়ে তুলতে হবে। আমরা  আমাদের সমস্যা- নিজেরাই সমাধান করতে চাই। তবে কোন প্রতিষ্ঠান সহায়তা করলে হয়তো আরও দ্রুত স্বনির্ভর হতে পারব।

অন্ধকারের মধ্যে মনেপড়ে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর দু’লাইনের একটি কবিতা- “বিপ্লব দীর্ঘজীবি হোক, বিপ্লবীরা বুড়িয়ে যেতে থাক্” -কথার সঙ্গে “গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) ফরিদপুরের নির্বাহী পরিচালক, বিপব্ল কুমার মালো একই সুরে সুর মেলান ।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।