• ঢাকা
  • বুধবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং
নওগাঁর সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশী নিহত

ছবি প্রতিকী

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর নির্যাতনে আব্দুল বারী (৪৫) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সাপাহার আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী উপজেলার দক্ষিন পাতাড়ি গ্রামের আবু বক্কর এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুল বারীসহ একদল বাংলাদেশী পূর্নভা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফের সদস্যরা বুঝতে পেরে তাদের তাড়া করে। তারা পালিয়ে আসতে পারলেও আব্দুল বারীকে নির্যাতন করে।

পরে তাকে পুর্নভা নদীর তীরে তারকাটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে দেয় বিএসএফরা। বুধবার ভোরে নিহতের লাশ তারকাটার পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।

১৬ বিজিবি আদাতলা ক্যাম্পের সুবেদার আব্দুল হান্নান বলেন, একদল বাংলাদেশী ভারতে প্রবেশের জন্য পূর্নভা নদীর কিনারে অপেক্ষা করছিল।

ভারতীয়  সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এসময় তারা গুরুত্বর অস্থায় পালিয়ে যায়। তিনি বলেন, তারা বিজিবির তালিকা ভুক্ত বাংলাদেশীরা। দীর্ঘদিন তারা পালিয়ে থাকায় আটক করা সম্ভব হচ্ছিলনা।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৭ জুন) সকাল ৮ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।