নবকামে মুজিব শতবর্ষ পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় কলেজ চত্বরে বঙ্গবন্ধুর মোড়ালে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মোধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
পরে কলেজ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উক্ত কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, উপ-অধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মিয়া লুৎফর রহমান একাডেমির প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র দাস, কলেজ গর্ভানিং বডির সদস্য, আঃ রব মোল্যা, চুন্নু মীর, মোশারেফ হোসেন ফকির প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।