ক্ষনজন্মা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙ্গালী জাতির গর্ব- এমপি নিক্সন চৌধুরী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মদিনে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বিভিন্ন কর্মসুচীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষনজন্মা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙ্গালী জাতির গর্ব।
পৃথিবী যতদিন থাকবে আমরা বাংলাদেশীরা গর্ব করে অহংকারের সাথে বলতে পারব আমরা শেখ মুজিবের হাতে গড়া বাংলাদেশের নাগরিক।
বর্তমানে তারই জৈষ্ঠ কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে নিজ হাতে উন্নয়ন দিয়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড় করিয়েছে। বঙ্গবন্ধুর শেখ মুজিব ও তার কন্যার অবদান বাঙ্গালী জাতি চীরদিন শ্রদ্ধার সাথে স্মরন করবে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঠিক ১০ টায় জাতীয় পতাক উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচীর শুভ উদ্বোধন করে এমপি নিক্সন চৌধুরী।
তিনি এর দুস্’ ও অসহায়রে হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যার ঘর নেই তাকে ঘর করে দেওয়া হবে প্রকল্পের আওতায় গৃহহীনদের হাতে নতুন ঘরের চাবি ও জায়গার দলিল তুলে দেন। তিনি এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। পর্যায়ক্রমে সকল গৃহহীনকেই গৃহের ব্যবস্হা করে দেওয়া হবে।
এসময় এমপি নিক্সন চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন। একই সাথে বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে সচেতন হওয়া সহ মহান আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল-আমিন, উপজেলা পরিবার ও স্বাস্হ্য কল্যান কর্মকর্তা ডাক্তার মহসিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শফিকুর রহমান, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল মুন্সি আসলাম, উপজেলা প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, প্রমুখ।
ছবিতে এমপি নিক্সন চৌধুরী বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিনে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা ও জাতীয় পতাকা উত্তোলন করছেন।