• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
সালথা’য় নানা আয়োজনে বঙ্গবন্ধুর  জন্ম শতবার্ষিকী পালিত

ছবি- মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন সালথা উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মাতুব্বর ও অন্যান্য অতিথিবৃন্দ

সালথা’য় নানা আয়োজনে বঙ্গবন্ধুর  জন্ম শতবার্ষিকী পালিত

 ফরিদপুরের সালথায় ১৭ মার্চ মঙ্গলবার নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

দিবসের শুরুতে সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। 

জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসুচি হাতে নিয়েছে। সকাল১০টায় উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, সকাল ১০টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের নিয়ে কেককাটা, সন্ধা ৬টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৮ আতসবাজির আয়োজন করা হয়েছে। 

 উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সালথা উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল বারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।