• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
মধুখালীতে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে  উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে  উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যগে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধা সংসদ বিভিন্ন স্কুল-কলেজ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এরপর সকাল ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জীবনের উপর আলোকপাত করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ আনিসুজ্জামান লালন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, মধুখালী থানার পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,  মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,  হাজী আঃ সালাম মিয়া, মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড.আলীউজ্জামান খোকন, এমএম বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, দেব প্রসাদ রায়, মুক্তিযুদ্ধা শেখ আঃ ওহাব ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা পরবর্তী স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে চিাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।