মোঃ ইনামুল খন্দকার,বিশেষ প্রতিনিধি
মধুখালীতে পানিতে ডুবে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় উপজেলার মেগচামী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃধাপাড়া এ ঘটনা ঘটে। শিশু আদ্রিয়ান মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ভাট্টা গ্রামের মো. কামরুলের ছেলে।
জানা যায়, নানা বাড়িতে দুটি শিশুর একটি নানা বাড়িতে থাকত, নানা রুহুল আমিন মৃধা ওরফে নিউটন মাষ্টার তার মেজো মেয়ের জমজ দুটি সন্তান একটি আরিয়ান ও আদ্রিয়ান নানার সাথে বাড়ীর পাশে গরুর ঘাস আনতে নাতি আদ্রিয়ানকে সাথে নিয়ে যায়, এসময় নানা ঘাস কেটে বাড়িতে আসার পূর্বে শিশুটিকে দাড় করিয়ে রাখলে শিশুটি পানিতে পড়ে এসময় নানা ঘাস রেখে শিশুটিকে আনতে গেলে দেখে শিশুটি পানিতে ডুবে যায় পরে আশেপাশের লোকজন এসে শিশুটিকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।