• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালিত 

ফরিদপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালিত 

‌‌   ১৭ মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ, জাতীয় শিশু দিবস আজ। বাঙালি জাতির আনন্দে পুলকিত হওয়ার দিন।

১৯২০ সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে থাকছে নানা আয়োজন। যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে দিনটি। 

 

এই উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানা ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলিত হয়।   সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত অম্বিকা ময়দান প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিববর্ষ মঞ্চে এবং জেলাধীন সকল উপজেলায় শতসহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও   ফরিদপুরে মুজিব মঞ্চে ১০০ শত পাউন্ড কেক কাটা হয়।

বেলা সাড়ে ১০ টায় সময়ে জেলা ব্যাপী একযোগে ৫ শত জন গৃহহীনদের মাঝে ভূমি, ঘরের চাবি, ঢেউটিন প্রদান করা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফরিদপুর ই ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়। এসকল কর্মসূচিতে জেলা প্রশাসক জনাব অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান মো: লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো: আলিমুজ্জামানসহ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী ও দিনের অন্যান্য কর্মসূচিঃ

   বাদ জোহর মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্নার শান্তি কামনায় মিলাদ মাহফিল এবং মোনাজাত হয় ও মন্দির প্যাগোডা, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়।

 

দিনব্যাপী শেখ রাসেল পৌর শিশু পার্ক নতুন বাসস্ট্যান্ড ফরিদপুর এ শিশুদের বিনামূল্যে প্রবেশ এবং বিভিন্ন খেলা ও রাইড উপভোগের ব্যবস্হা থাকে। গোয়ালচামট, টেপাখোলা, জনতা ব্যাংকের মোড় (ইমামউদ্দিন স্কয়ার সংলগ্ন স্থান), নতুন বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড এবং জেলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টারে বঙ্গবন্ধুর জীবনীর উপর স্বপ্লদৈঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শণী হয়।

বিকাল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের মুজিববর্ষ মঞ্চে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয় । একই স্থানে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত ৮ টায় আলোকবন্যা (আতশ বাজি প্রদর্শন) হয়।

‌‌     

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।