• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফলন বাড়াতে কৃষকদের নিয়ে আলফাডাঙ্গায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফসলের ফলন বাড়ানোর কলা কৌশল শেখাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষক-কৃষাণীদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাঁকুড়িয়া গ্রামে এ কর্মশালার আয়োজন করে জেলা পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিয়ালদী খাল পানি ব্যবস্থাপনা দলের আওতায় এ প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্থানীয় শিয়ালদী খাল পানি ব্যবস্থাপনা দলের সভাপতি কাজী শামসুজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, কৃষি বিশেষজ্ঞ মো. শাহাদাত হোসেন, গ্যাস আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক, মো. আরিফুর রহমান, তপন কুমার বিশ্বাস, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার, সিনিয়র ফ্যাসিলিটেটর আমীর হোসেন খাঁন, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুবের চন্দ্র মৈত্র, গিরিন্দ্রনাথ সরকার, সুজয় সাহা, মনজুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মিটু মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে ৩ জন কৃতি কৃষককে পুরস্কৃত করা হয়। এর আগে উল্লেখিত প্রকল্পের আওতায় শিয়ালদী খাল পানি ব্যবস্থাপনা দলের ৩০ জন কৃষক-কৃষাণীকে তিন মাসব্যাপী কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।