বোয়ালমারীতে একজন করোনায় আক্রান্ত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এই প্রথম মো.শাহাবুদ্দিন(৪৭) নামে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। সে গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রাামের মৃত মাহাবুব হোসেন চাঁদ মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালেদুর রহমান শনিবার (১৮-০৪-২০) এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন রাতেই তার বাড়িটি লকডাউন করেছে।
জানা যায়, শাহাবুদ্দিন চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করে। সরকারি ছুটি ঘোষণার পর চট্টগ্রাম থেকে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গিগ্রামে শ্বশুর বাড়ি অবস্থান করে সে। ধারনা করা হচ্ছে সেখান থেকেই করোনায় আক্রান্ত হয় সে। কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে নিজবাড়ি চন্দনি এসে অসুস্থ্য হয়ে পড়ায় তাৎক্ষনিক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ এপ্রিল ফরিদপুরে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে ফরিদপুরের সিভিল সার্জন অফিস করেনা পজিটিভ রোগি হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, রাতেই শাহাবুদ্দিনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত ব্যক্তির পরিবার ও তার সংস্পর্শে আসা লোকজনের নমুনা পরীক্ষা করা হবে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, করোনায় আক্রান্ত ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাতেই ওই ব্যক্তির চন্দনী গ্রামের বাড়িটি লকডাউন করা হয়েছে।