• ঢাকা
  • বুধবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং
সালথা’য় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে স্থানীয় উপজেলা কমিটির সভা 

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সালথা উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় বাংলাদেশের অভ্যান্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

 উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় কমিটির উপদেষ্টা ও উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

উক্ত সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান বলেন, ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলায় সদ্য বিদেশ থেকে ৪ শতাধিক মানুষ এসেছে। এদের প্রত্যেকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টায়েন থাকতে বাধ্য করতে হবে। আপনাদের আশেপাশে সদ্য বিদেশ ফেরত কেউ থাকলে উপজেলা প্রশাসন অথবা স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নাম্বারে ফোন করবেন।

  জরুরি প্রয়োজন ছাড়া গণ-পরিবহন এড়িয়ে চলুন। বাসার বাইরে গেলে মাক্স ব্যবহার করুন। নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন। সবাইকে প্রতিদিন ৫-৬ বার সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুতে হবে। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কমিটি গঠন করছি যাতে আমরা প্রতিদিনের তথ্য প্রতিদিন পাই।

এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আপনার বাড়ির পাশে সদ্য বিদেশ ফেরত কেউ থাকলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানাবেন। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে। তাই আমাদের সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।