• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
চন্দ্রপাড়া দরবারে জাকেরানদের মাঝে অনুদান প্রদান

চন্দ্রপাড়া দরবারে জাকেরানদের মাঝে অনুদান প্রদান মোঃ নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফে দরিদ্র অসহায় মুরিদান-জাকেরানদের মাঝে অনুদান হিসেবে নগদ অর্থিক সহায়তা প্রদান করা হয়। চন্দ্রপাড়া দরবার শরীফের গদীনশীন পীর শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মুজাদ্দেদী আল ওয়সী নিজ হাতে এ অর্থ প্রদান করেন। গতকাল মঙ্গলবার বাদ ফযর চন্দ্রপাড়া দরবার শরীফে প্রতিষ্ঠাতা প্রয়াত পীর শাহ সুফি সৈয়দ আবুল ফজল নকশবন্দী মুজাদ্দেদীর বার্ষিক ওরসের তারিখ ঘোষণা অনুষ্ঠানে প্রায় পাচঁশত মুরিদান-জাকেরানদের মাঝে উক্ত অনুদান বিতরন করা হয়। দিবসটি উপলক্ষে লাখো আশেকান জাকেরানরা রাতভর জিকির-আজকার, পীরের অসিয়ত-নসিয়ত দফায় দফায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাদ ফজর মুসলিম উম্মার সুখ সম্মৃদ্ধি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে কর্মসুচী শেষ করে। এ সময় চন্দ্রপাড়া দরবার শরীফের গদীনশীন পীর আগামী ০৪ জানুয়ারী ২০২৩ইং বাৎসরিক ওরস মোবারকের তারিখ নির্ধারন করেন। সদরপুরের চন্দ্রপাড়া দরবারে জাকেরানদের মাঝে অনুদান প্রদান ও মোনাজাতের একাংশ-

মোঃ নুরুল ইসলাম, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফে দরিদ্র অসহায় মুরিদান-জাকেরানদের মাঝে অনুদান হিসেবে নগদ অর্থিক সহায়তা প্রদান করা হয়। চন্দ্রপাড়া দরবার শরীফের গদীনশীন পীর শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মুজাদ্দেদী আল ওয়সী নিজ হাতে এ অর্থ প্রদান করেন। গতকাল মঙ্গলবার বাদ ফযর চন্দ্রপাড়া দরবার শরীফে প্রতিষ্ঠাতা প্রয়াত পীর শাহ সুফি সৈয়দ আবুল ফজল নকশবন্দী মুজাদ্দেদীর বার্ষিক ওরসের তারিখ ঘোষণা অনুষ্ঠানে প্রায় পাচঁশত মুরিদান-জাকেরানদের মাঝে উক্ত অনুদান বিতরন করা হয়। দিবসটি উপলক্ষে লাখো আশেকান জাকেরানরা রাতভর জিকির-আজকার, পীরের অসিয়ত-নসিয়ত দফায় দফায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাদ ফজর মুসলিম উম্মার সুখ সম্মৃদ্ধি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে কর্মসুচী শেষ করে। এ সময় চন্দ্রপাড়া দরবার শরীফের গদীনশীন পীর আগামী ০৪ জানুয়ারী ২০২৩ইং বাৎসরিক ওরস মোবারকের তারিখ নির্ধারন করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।