• ঢাকা
  • মঙ্গলবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং

সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে শিশু-কিশোরদের

মতামত প্রদান ও অংশগ্রহণ নিশ্চিতে করণীয় শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত

খুলনা, ০৫ ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি):

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সম্মেলনকক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, বাজেট পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের মতামত প্রদান ও অংশগ্রহণ নিশ্চিতে করণীয় শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে প্যানেল আলোক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক সৈয়দ রবিউল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, বাংলাদেশ বেতারের পরিচালক (লিয়াজো) মোঃ বশির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক নিভা রানী পাঠক, ইউনিসেফের চীফ অব ফিল্ড অফিস সাইরোজ মাওয়াজি, ইউনিসেফের চীফ অব কমিউনিকেশন ইয়ানী গ্যামিং, ইউনিসেফ খুলনার ফিল্ড চীফ মোঃ কাওসার হোসেন এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবলু। সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক রোকসানা রহমানের সঞ্চালনায় বেতার সংলাপে স্বাগত জানান বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মামুন আকতার।
সংলাপে প্যানেল আলোচকবৃন্দ স্থানীয় সরকারসহ সরকারি সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের বাজেট পরিকল্পনা বাস্তবায়নে শিশুদের মতামতকে প্রাধান্য দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। বেতার সংলাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেতারের শ্রোতাক্লাবের ২৫ জন কিশোর-কিশোরী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।