মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সপ্তম শ্রেনীর মাদ্রাসা ছাত্র ৪ দিন যাবত নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ মোঃ আব্দুল্যাহ মীর (১২) সালথা আলিয়া মাদ্রাসার ছাত্র। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোঃ ওহিদ মীর এর একমাত্র ছেলে।
গত সোমবার (১৫ই মার্চ) দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। এ ঘটনায় আব্দুল্যাহ’র মা শিউলি বেগম সালথা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা জানান, গত সোমবার আব্দুল্যাহকে চলতি মৌসুমের পেঁয়াজ উঠানোর কাজে যেতে বললে কাজে না যাওয়ায় তাকে ভালমন্দ বলে রাগ করি। এতে ক্ষিপ্ত হয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এঘটনার পর আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্বীয়-স্বজনের বাড়িও খোঁজ নিয়েছি, সন্ধান পাইনি।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ আব্দুল্যাহ’র মায়ের জিডি’র প্রেক্ষিতে অনুসন্ধান চলছে।