সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় লাল তীর পেঁয়াজ চাষে উৎসাহিত করার লক্ষে মাঠ দিবস পালিত হয়েছে। লাল তীর সীড লিমিডেটের উদ্যোগে আজ শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি গ্রামে পেঁয়াজ চাষিদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় লাল তীর পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন অতিথিরা।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাল তীর সীড লিমিডেটের ফরিদপুর ডিভিশনাল ম্যানেজার মো. শফিকুর রহমান, রিজওনাল ম্যানেজার মো. হারুন আর রশিদ, টেরিটরি ম্যানেজার মো. রবিউল ইসলাম, জুনিয়র অফিসার মো. আজাদ খান, সালথার লাল তীর পেঁয়াজের বীজ ডিলার মো. সরোয়ার হোসেন বাচ্চু, লাল তীর পেঁয়াজ চাষি মো. সামছেল মাতুব্বর, স্থানীয় কৃষক ওলিদ ফকির প্রমূখ।
লাল তীর সীড লিমিডেটের রিজওনাল ম্যানেজার মো. হারুন আর রশিদ বলেন, সালথায় এবার দুই জন কৃষককে লাল তীর হাইব্রীট, লাল তীর কিং, লাল তীর-২০, রেড পেষন, রেড ভিলেস, রেড ড্রাগন, বিজিএস-৩৫৯, বিজিএস-৪০৩ জাতের বীজ ফ্রি দেওয়া হয়। ওইসব বীজ থেকে চারা উৎপাদন করে তারা ৩ একর জমিতে পেঁয়াজের চাষ করেন। তাদের ক্ষেতে পেঁয়াজ সেরা ফলন হয়েছে। লাল তীর লিমিডেটের এসব জাতের পেঁয়াজ ফাটে না, ফলনও ভাল হয়, উৎপাদিত পেঁয়াজের বাজার দর বেশি হয়, কড়া ঝাঁজ ও দেশী পেঁয়াজের স্বাদ পাওয়া যায়।