• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
করোনায় টলিউড তারকাদের সময় কীভাবে কাটছে

ছবি-সংগৃহিত

করোনায় টলিউড তারকাদের সময় কীভাবে কাটছে

সারা বিশ্বের ১৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ হাজার ৯৬১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। করোনা আতঙ্ক সব জায়গায় বিরাজ করছে। ভাইরাস সংক্রমণ রোধে নিরাপদে বাসায় অবস্থান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

টলিউড ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে অভিনয়শিল্পীরা নিজ নিজ বাড়িতে বেকার সময় কাটাচ্ছেন। কিন্তু তাদের সময় কীভাবে কাটছে? অভিনেত্রী রাইমা সেন বলেন, বাড়ির ছাদেই জিম আছে। সেখানেই এক্সারসাইজ করছি। এই পরিস্থিতিতে পাবলিক জিমে যাওয়ার প্রশ্নই উঠে না। এখন বাড়িতে সিনেমা দেখে, বই পড়ে সময় কাটাচ্ছি। বন্ধুরা বাড়িতে আসছে বা আমি তাদের বাড়িতে যাচ্ছি।’

পার্টি এড়িয়ে চলা কী উচিত নয় এমন প্রশ্নের উত্তরে রাইমা বলেন, ‘হ্যাঁ, গত কয়েক দিন তা করলেও আর করব না ঠিক করেছি।’

রাইমা সেনের মতোই গৃহবন্দি রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। যদিও তার স্বামী রাজ চত্রুবর্তী গতকাল পর্যন্ত শুটিং করেছেন। আজ থেকে তিনিও বাড়িতে রয়েছেন। কীভাবে কাটছে তাদের যুগল সময়? জবাবে রাজ বলেন, ‘আমি এক জায়গায় বসে থাকতে পারি না। কী করে এতদিন বাড়িতে আটকে থাকব, সেটাই ভাবছি! শুভশ্রীর অবশ্য এতে খুব ভালো হয়েছে। কারণ ও বাড়ি থেকে বেরুতেই চায় না। মনে হচ্ছে—ওকে বিরক্ত করেই সময় কাটাতে হবে।’

এমন পরিস্থিতিতে হাঁসফাঁস করছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তার ভাষায়—‘এতদিন কীভাবে বাড়িতে থাকব তাই ভাবছি! অফিস বন্ধ রেখেছি। সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। আমার পুরো শিডিউল বাতিল হয়ে গেল।’

ভারতীয় অভিনেতা-পরিচালক পরমব্রত চ্যাটার্জি। তার ‘অভিযান’ সিনেমার শুটিং চলছিল। কিন্তু স্থানীয় সরকারের নির্দেশ মেনে শুটিং বাতিল করেছেন এই অভিনেতা। পরমব্রত বলেন, ‘অসুবিধা হলেও এখন শুটিং করা অনুচিত।’

সব কাজ বন্ধ রেখেছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানও। বাতিল করেছেন তার ব্র্যান্ড প্রমোশন, ইভেন্টের কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যদিনের কর্মকাণ্ডের ছবি দিচ্ছেন তিনি। নুসরাত ছবি আঁকতেও পছন্দ করেন। সময় পেলেই ক্যানভাস আর রং তুলি নিয়ে বসে পড়েন। এখন গৃহবন্দি সময়ে ছবি আঁকা, সিনেমা দেখা ও বই পড়েই তার সময় কাটছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।