• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল বালিকাদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

আজ মঙ্গলবার (১৯ মার্চ) ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কে নিয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় এর প্রধান শিক্ষক চঞ্চল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান -উল- ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তামান্না আহমেদ এশা। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন এস এম সি কুষ্টিয়া অঞ্চলের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ডাক্তার তামান্না আহাম্মেদ এশা ছাত্রীদের ব্যক্তিগত পরিছন্নতা বিষয়ে ব্যাপক আলোচনা করেন। তিনি মেয়েদের বিশেষ সময়ে অর্থাৎ মাসিকের সময়ের মাসিক ব্যবস্থাপনা, মাসিক চক্র, এসময় কিভাবে একটি মেয়ে তার শারীরিক এবং মানসিক ভালো থাকবেন সে বিষয়ে সম্মুখ ধারণা দেন। তিনি এ সময়ে সকল মেয়েদেরকে মানসিকভাবে শক্ত থাকার এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার এবং সেনেটারী ন্যাপকিন জয়া ব্যবহার করার পরামর্শ দেন। তিনি মাসিক কালীন সময়ে মেয়েদেরকে গতানুগতিক তুলা, কাপড় এবং টিস্যু ব্যবহার না করার পরামর্শ দেন। তিনি মেয়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন একটি সুস্থ জাতি গঠন করতে হলে আমাদের সকলকেই সুস্থ থাকতে হবে। বিশেষ করে আমাদের মেয়েরা এখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাদের এই এগিয়ে যাওয়াতে যাতে করে কোন প্রতিবন্ধকতা তাদেরকে বাধা সৃষ্টি না করতে পারে সে কারণে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন হতে হবে। তিনি এ সময়ে পড়াশোনা খেলাধুলা এবং স্বাস্থ্যের বিষয়ে বিশেষ লক্ষ্য রেখে মেধাবী হয়ে দেশ সেবায় অংশগ্রহণ করে নিজেদের নাম যাতে করে সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ে সেজন্য ছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে বালিকাদের মধ্যে এস এম সির স্যানেটারি ন্যাপকিন “জয়া” বিতরণ করা হয়। ছাত্রীরা জয়া পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে এস এম সির সিনিয়র সেলস প্রমোশন অফিসার রেজাউল করিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।