বোয়ালমারীতে চালকের বেপরোয়ায় নসিমন চাপায় শিশুর মৃত্যু
বোয়ালমারী - আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
622 বার দেখা হয়েছে
০
ছবি প্রতিকী
বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন চাপায় তাসিন মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে।
স্থানীয়রা বেপরোয়া নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আরজান আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামের মাজিয়ার শিকদারের ছেলে। শনিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাইখির গ্রামের তারেক হোসেন বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চতুল ইউনিয়নের বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যা বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে মায়ের সাথে হেটে যাচ্ছিল শিশু তাসিন। তখন বেপরোয়া চলতে থাকা নসিমন তাকে চাপা দেয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।