ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু ভাই এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক সৈয়দ ইমামুল আজম আব্দুর রব (বাবু ভাই) এর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুলাই রবিবার সন্ধ্যা ৭.৩০ টায় ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। ক্লাবের আহবায়ক কমিটির সভাপতি আমিনুর রহমান ফরিদ এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সহ সভাপতি জুবায়ের জাকির, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, নাজিম বাকাউল, শেখ মনির হোসেন, গোলাম মোঃ নাসির, এম এ আজিজ, সেলিম মোল্লা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর।
এসময় আরও উপস্থিত ছিলেন খন্দকার আলী আরশাদ কাজল, আশিষ পোদ্দার বিমান, সেবানন্দ বিশ্বাস,আসাদুল হক আসাদ, শফিকুল ইসলাম মনি, তরিকুল ইসলাম হিমেল, শাহাদাত হোসেন তিতু, জাকির হোসেন, জাহিদুর রহমান ইবু, মোঃ মুইজ্জুর রহমান রবি, আফফান ইবনে জোবায়ের,মানিক কুমার দাস, জিল্লুর রহমান রাসেলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।