• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
রাজশাহীর গোদাগাড়ীতে গ্রামে গ্রামে ঘুরে সেনাবাহিনীর খাদ্য বিতরণ

মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী : করোনা পরিস্থিতিতে রাজশাহীর গোদাগাড়ীতে দরিদ্র পরিবারগুলোর মাঝে শুকনা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। রোববার গােদাগাড়ী থানার  বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চাল, আটা, তেল, চিনি, ডাল ও লবণ দেন সেনাসদস্যরা।

জানা গেছে,  ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে সেনাসদর এর নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড ( আর্টডক ) এর অন্তর্ভুক্ত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার কর্তৃক বেসামরিক প্রশাসনকে সহযােগিতার পাশাপাশি দরিদ্র ও দুঃস্থ জনসাধারণ এর জরুরী সাহায্য হিসাবে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।
রোববার রাজশাহী জেলার গােদাগাড়ী থানার আওতাধীন তেরপাড়া , ধইসিপুর , ধননজয় , ধনজিপুর , ধরজয়পুর , দিগ্রাম , ধনচাঁনপুর , আমতলী গ্রামে করােনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সচেতনতার অংশ হিসেবে সরকারী নির্দেশনা মােতাবেক ঘরে থাকার প্রেক্ষিতে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্নস্থানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে ।
আর্তমানবতার সেবায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার কর্তৃক রাজশাহী জেলার বিভিন্ন গ্রাম / শহর অঞ্চলে দরিদ্র পরিবারের মাঝে এই শুকনাে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে । ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠান কর্তৃক সর্বমােট ৬১৫টি পরিবারকে ৪০৭৫ কেজি চাউল , ১২৩০ কেজি আটা , ৬১৫ কেজি তৈল , ৫৫৭ . ৫০০ কেজি চিনি , ৬১৫ কেজি ডাল ও ৩০৭ . ৫০০ কেজি লবণ বিতরণ করা হয়েছে । এই দূর্যোগ কালীন সময়ে দরিদ্র পরিবার সমূহকে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।