ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
309 বার দেখা হয়েছে
০
ফরিদপুর জেলা পরিষদ
ফরিদপুর জেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
আজ ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলে কানাইপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
এ উপ-নির্বাচনে একটি সদস্য পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ জাহাঙ্গীর শাহ্-ঘুড়ি প্রতীকে, মোঃ কবির মোল্লা-বৈদ্যুতিক পাখা, আব্দুল ওহাব ফকির-তালা, শেখ আকতার-হাতি ও মোঃ মেহেদী আলম বিশ্বাস (বাবুল)-টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দীতা করেন।
মোট ৫২ টি ভোটের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১টি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মহিলা ভোটার ১৩ জন ও পুরুষ ভোটার ৩৯ জন।
এ ভোট চলাকালীন সময়ে রিটার্নিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ নওয়াবুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরু আমিন, প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাসার, সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ লুৎফর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্ব পালন করেন।
ভোট চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
মাসুম রেজা জানান এই নির্বাচন মোট ভোটার সংখ্যা ৫২ টি। শান্তিপূর্ণভাবে প্রায় সকল ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু-একটি বাকি আছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছেন।