• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯২

একশ ছাড়িয়েছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রয়েছে ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরও ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ‌্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ের শুরুতেই লজিস্টিক বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহিদুল্লাহ। তিনি বলেন, এ পর্যন্ত ১৪ লাখ ৬৭ হাজার পিপিই ক্রয় করেছে সরকার। এসময় তিনি কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সবাইকে একসঙ্গে এ দুর্যোগ মোকাবিলায় কাজ করার আহ্বান জানান।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা। যে নমুনা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৪৯২ জন শনাক্ত হয়েছে।

তিনি বলেন, মৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। এর মধ্যে ঢাকার ৫ জন, নারায়ণগঞ্জের ৪ এবং নরসিংদির ১ জন রয়েছেন। বয়সের হিসাবে ৬০ এর উপরে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ২ জন। নমুনা সংগ্রহের হার বেড়েছে ১০ শতাংশ এবং পরীক্ষার হার বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

গাজীপুরে আক্রান্তের হার বাড়ছে জানিয়ে তিনি বলেন, সেখানে ১৯ দশমিক ৫ শতাংশ, কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৭ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ৭১৩ জন। নরসিংদিতে আক্রান্তের হার ৬ শতাংশ। ঢাকা এবং নারায়ণগঞ্জে আগের মতোই রয়েছে। এটা পরে ওয়েবসাইটে জানানো হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।