• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ১৬ জনের অর্থদন্ড

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি নিদের্শ অমান্য করায় পৃথক দু’টি অভিযানে শনিবার (১৯.০৪.২০) সন্ধ্যায় ১৬ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।আদালত সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ায় ১০ জনকে দন্ডবিধির ১৮৬০ এর ১৬০ ও ১৮৮ ধারায় ১২ হাজার টাকা জরিমানা ও মুচলিকা নেওয়া হয় ভবিষ্যতে তারা যেন এ ধরনের সংঘর্ষে না জড়ায়। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার পৌর সদর বাজার, সাতৈর ও সহস্রাইল বাজারের ৬ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করায় দন্ডবিধির ১৮৬০ এর ২৭১ ধারায় দোকানপাট খোলা রাখার অপরাধে ৬ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।