• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে প্রধানমন্ত্রীর ঘর ও জমি পেল ১৫৭২ টি পরিবার

মানিক কুমার দাস 

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ফরিদপুরের ৯ উপজেলায় মোট 1 হাজার ৫৭২ জন ঘর পেলেন। আজ রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের সাথে ফরিদপুরের গৃহহীনদের কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

জমি ও ঘর প্রদান উপলক্ষে সকালে ফরিদপুর সদর উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর অংশে সংযুক্ত হন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ গণ্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই জেলা প্রশাসক অতুল সরকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফরিদপুর সদরের ১৫৩টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন।

এদিকে একই সময়ে জেলার আরো 8 উপজেলায় ইউএনওরা গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরের চাবি তুলে দেন। এর মধ্যে সালথায় ২০০টি, সদরপুরে ৩৭০টি, মধুখালীতে ৪০টি, আলফাডাঙ্গায় ২৩০টি, বোয়ালমারীতে ১৩০টি, নগরকান্দায় ১১০টি, চরভদ্রাসনে ২০০টি ও ভাঙ্গা উপজেলায় ১৩৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুরে প্রথম পর্যায়ে ২০৩৫টি পরিবারের মধ্যে ঘর দেওয়া হয়েছে। দুই পর্যায়ে মোট ৩ হাজার ৬০৭টি পরিবার জমিসহ ঘর পেল।

অতঃপর জেলা প্রশাসক অতুল সরকার উপজেলা পরিষদের প্রধান ফটক, শহিদ মিনার, পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের উদ্বোধন করেন। এছাড়া উপজেলা পুকুর পাড়ে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক। ফরিদপুর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। অতঃপর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উঠোন বৈঠকে অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।