• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫’শ টাকার তরমুজ বিক্রি হলো ২৮০ টাকায়

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে তরমুজের আড়ৎ ও খুচরা দোকানে হঠাৎ অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ মার্চ) দুপুরে প্রায় দু’ঘন্টা ব্যাপী ফরিদপুর শহরের নিউমার্কেট ও টেপাখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫’শ টাকায় বিক্রি হওয়া তরমুজ হঠাৎ ২৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এছাড়া ৪’শ টাকার তরমুজ ২’শ টাকায় বিক্রি করেন দোকান ও আড়তের মালিকরা। এ অভিযানের ফলে প্রকারভেদে তরমুজের দাম কমে যায় ১২০ থেকে ২২০ টাকা।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানের সময় দাম বেশি রাখা ও ভাউচার না থাকায় তরমুজ ব্যবসায়ী মেসার্স আলম ফল ভান্ডারকে ৩ হাজর টাকা জরিমানা করেও সতর্ক করা হয়।

এসময় জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

 

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০

তাং: ২০-০৩-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।