• ঢাকা
  • শুক্রবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী রফিকুল আলমের মনোনয়নপত্র দাখিল

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও বর্তমান মেয়র মো: রফিকুল আলম। তবে তার দাবি প্রতিবারের মত এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

রবিবার বিকাল ৩টার দিকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকসহ মিছিল নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো: রাজ আহমেদ এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মো: রফিকুল আলম সাংবাদিকদের বলেন, জনগণের রায়ের প্রতিফলন ঘটনোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিদ্রোহী প্রার্থী নই, বিগত দিনের মত এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।

তিনি বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলাম না। আমাকে দাওয়াত করা হয়েছে,আমি দাওয়াতে অংশগ্রহণ করেছি। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন হলে নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। আপনি আওয়ামী লীগের কোন পদে আছেন এমন প্রশ্নের জবাবে মো: রফিকুল আলম বলেন, অনুমোদিত কমিটি যতক্ষন পর্যন্ত আমার হাতে পৌঁছাবেনা ততক্ষন পর্যন্ত বলতে পারবো না আমি কোন পদে আছি, সে পদে নাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।