মানিক কুমার দাস,ফরিদপুর
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এ উন্নয়ন কমিটির এক সভা আজ ২১ নভেম্বর রবিবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে জেলা উন্নয়ন কমিটির এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা,সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল,অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ ফরিদপুরের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
এ সময় সভায় আগত ব্যাক্তিবর্গ জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। এছাড়াও বিভীন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়।