ফরিদপুরে ইয়াবাসহ ১ ব্যক্তি আটক
ফরিদপুরে ইয়াবাসহ একজন আটক করেছে ডিবি পুলিশ। সোমবার শহরের স্টেশন রোড হতে সিদ্দিক মোল্লা (৩০) পিতা-মৃত বারেক মোল্লা, বিলমামুদপুর , নূর মোহাম্মদ ডাংগি, থানা কোতোয়ালি ফরিদপুর কে ৮০ পিস ইয়াবাসহ রং কামলা এবং কথিত ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
উক্ত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪২, জিআর ৭৮৮/২০ তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) জয়গীর ১০(ক) ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।