• ঢাকা
  • সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ঠাকুরগাঁওয়ে করোনা রোগী নতুন ১জনসহ মোট ৭ জন

আরো ২০ জনের নমুনা প্রেরণ

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আজ নতুন ১জন সহ সর্বমোট ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ২০ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ । মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার নতুন করে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত নতুন ব্যাক্তি সদরের টিকাপাড়ার বাসিন্দা ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা প্রতিদিনের মতো ফলাফল জানতে পারি রংপুর মেডিক্যাল কলেজ থেকে। প্রথমে আমরা জানতে পারি আজও দুজনের ফলাফল প্রজেটিভ । কিন্তু পরে নাম ঠিকানা পেলে আমরা জানতে পারি হরিপুরের যে ব্যাক্তি আজ সনাক্ত হয়েছে ওই ব্যাক্তির দ্বিতীয় বার পরিক্ষার পর আজ আবারো সেই ব্যাক্তির ফলাফল প্রজেটিভ আসে।
তিনি আরো জানান, আইইডিসির আমাদের নির্দেশনা দিয়েছে যে ব্যাক্তি প্রজেটিভ হবে। সেই ব্যাক্তির নমুনা সাতদিন পর আবার পাঠাতে হবে। তাই হরিপুরের যে ব্যাক্তি আজ সনাক্ত হয়েছিল সে আগেই প্রজেটিভ হিসেবে আমাদের তালিকায় আছে। তার নমুনা আমার সাতদিন পর আবার পাঠালে একই ফল আসে। আর আজ নতুন করে জেলা শহরের টিকাপাড়ায় একজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত মোট ৭ জন ।
ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তরা ছাড়াও গেল ২৪ ঘন্টায় এ জেলা থেকে আরো ২০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্বাস্থ্য বিভাগ। যার ফলাফল আগামীকাল পাওয়া যাবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আগে দুজনের কথা নিশ্চিত করা হয়েছিল। পারে নাম ঠিকানা পাওয়ার পর আমরা জানতে পারি হরিপুরের যে ব্যাক্তি আক্রান্ত সেই ব্যাক্তি আগেই সনাক্ত হয়েছে। আজ নতুন আক্রান্ত একজন। এছাড়া নতুন করে আরো ২০ জনের নমুনা পাঠানো হয়েছে। নমুনা পরিক্ষার পর বলা যাবে ফলাফল বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।