• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে সম্মিলিত ফেসবুক গ্রুপের সদস্যদের সাবান ও লিফলেট বিতরণ

ছবি-ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান পিপিএম ও সম্মিলিত ফেসবুক গ্রুপ এর সদস্যবৃন্দ

সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যধী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধকল্পে ফরিদপুরে সচেতনামুলক প্রচারণা চালানোর পাশাপাশি পরিচ্ছন্ন থাকার উপকরণ সাবান বিতরণ করছে সম্মিলিত ফেসবুক গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন । আজ ২২মার্চ রোববার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান পিপিএম।

ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে সকালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এরপর শহরের জনতা ব্যাংকের মোড় ও আদালত পাড়াসহ বিভিন্ন জনসমাগমস্থলে নিম্ন আয়ের মানুষের মাঝে তারা হাত ধোয়ার জন্য বিনামূল্যে সাবান বিতরণ করেন। পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন ও  প্রচারপত্র বিলি করেন।

সম্মিলিত ফেসবুক গ্রুপের পক্ষে এসময় অন্যান্যের মধ্যে রাজেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক আলীম আল রাজি, আলপনা আক্তার, কামরুল ইসলাম, সাদি মৃধা, শংকর কুমার সাহা, শুভ, এখলাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মিলিত  ফেসবুক গ্রুপ এর কর্মীরা স্বপ্রণোদিত হয়ে তারা এ কর্মসূচী হাতে নিয়েছেন। সকলকে সচেতন করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করাই তাদের লক্ষ্য।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।