• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর জেলা প্রশাসনের পর্যটন বিষয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ে ফরিদপুর জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বেলা ৩ টায় নির্ধারিত জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি। কেন্দ্রীয় পর্যায়ে সিনিয়র সচিব মো: মহিবুল হকসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারসহ মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রশিদ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কেএম. ফারুক হোসেন। এতে ফরিদপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রায় একশজন ব্যক্তি অংশ গ্রহণ করেন। এছাড়াও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু,       সিনিয়র সাংবাদিক প্রফেসর শাহজাহান, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, সমকালের ফরিদপুর প্রতিনিধি হাসানউজ্জামান,ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, এনটিভির ফরিদপুর প্রতিনিধি সন্জীব দাস।

বাংলাদেশের পর্যটক আকর্ষণীয় স্থানের সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যটন আকর্ষণীয় স্থান চিহ্নিতকরণ, সংরক্ষন ও উন্নয়ন, পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর অংশিদারিত্ব বৃদ্ধিকরণ, বেসরকারি বিনিয়োগে উদ্ভূদ্ধকরণ, উন্নয়ন কার্যক্রমে পর্যটনকে অন্তর্ভূক্তিকরণ, কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটন শিল্প পুন: উদ্ধারে কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিতকরণ, হোটেল মোটেল, রিসোর্ট, সাফারী পার্ক, পর্যটন কেন্দ্র ইত্যাদি পরিচালনার জন্য জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পর্যটন কর্মীগণের সাথে ফরিদপুর জেলা পর্যায়ে মত বিনিময়ের জন্য অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।