• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লকডাউন বাস্তবায়নে নানা দায়িত্ব পালনের পাশাপাশি দু:স্থ মানুষদের খাদ্য সহায়তা দেয়া শুরু করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বুধবার সকালে হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন দুস্থ্য ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

দি-বেবী টাইগারসের অধিনায়ক লেঃ কর্নেল বখতিয়ার জানান, সেনাবাহিনী টহল কার্যক্রমসহ করোনার ভয়াবহতার ব্যাপারে জেলা ও উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণও করা হচ্ছে। অপরদিকে কর্মহীন অসহায় পরিবারের মানুষগুলো মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ লকডাউন মেনে ঘরে থাকতে অনুরোধও করাও হচ্ছে।

ক্যাপ্টেনকে সাফি (৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) বলেন, লেঃ কর্নেল বখতিয়ার স্যারের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঠাকুরগাঁও জেলার সকল উপজেলায় দিন-রাত টহল পরিচালনা অব্যাহত রেখেছে। সাধারণ মানুষ যেন সব সময় মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং সর্বপরি সচেতন থাকে এই উদেশ্যে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি৷

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।