বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদপুরের নগরকান্দার কৃতি সন্তান বিপুল কুমার বিশ্বাস।
তিনি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বাগাট গ্রামের বিনোদ রঞ্জন বিশ্বাসের সুযোগ্য পুত্র।
বিপুল বিশ্বাস বলেন- আমাকে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রী নির্মল রঞ্জন গুহ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো জানান, আমি একজন মুজিব আদর্শের সৈনিক। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আমার হাতেখড়ি। বিপুল বিশ্বাস নগরকান্দা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক, আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সাধারন সম্পাদক, সাবেক সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী পরিষদ, সাবেক সভাপতি আওয়ামী শিক্ষানবিশ আইনজীবী পরিষদ ঢাকা বার শাখা।