• ঢাকা
  • বুধবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
মাধবপুরে প্রথম করোনা রোগী সনাক্ত, বাড়ি লকডাউন

পিন্টু অধিকারী   মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রথম একজন করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়েছে।

তিনি একজন মধ্যে বয়সী দরিদ্র পরিবাবের নারী। উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা জ্বর কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

গত ২০ তারিখ তার নমুনা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়। বুধবার (২২ এপ্রিল) রাত পোনে ১২ টার তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

মাধবপুর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের লোকজন রিপোট পজেটিভ আসার পর পরই করোনা আক্রন্ত নারী কে বাড়ি থেকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রশাসন করোনা আক্রান্ত নারীর বাড়ি লকডাউন করেছে। প্রথম করোনা রোগী আক্রন্তের খবরে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. ইশতাক মামুন জানান, ওই নারীর শরীরে তেমন উপসর্গ ছিল না। সামান্য জ্বর ছিল চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাত পোনে ১২ টার দিকে ওই নারীর রিপোট পজেটিভ ধরা পড়ে।

রিপোট পাওয়ার পর পরই তাকে বাড়ি থেকে উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ পর্যন্ত ৪৭জনের করোনাপরিক্ষা করানো হয়। মাধবপুর উপজেলায় এই প্রথম এ নারী করোনা রোগী শনাক্ত হয়। প্রশাসন ওই গ্রামের কয়েকটি বাড়ি লকডাউন করেছে।

মাধবপুর থানার অফিসার ইনর্চাজ মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।