করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ফরিদপুরে জনসমাগম এড়াতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ মার্চ) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এই গণবিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্তাহিক সকল হাট-বাজার, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, পার্ক, মেলা, সামাজিক ও ধর্মীয় সকল প্রকার অনুষ্ঠান, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, চায়ের দোকানে আড্ডা জনসমাগম হয় এসকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জেলা-উপজেলার খাদ্য সামগ্রী ও ঔষধের দোকান, মুদি দোকান, কাচা বাজার, চিকিৎসা প্রতিষ্ঠান খোলা থাকবে। যে সকল প্রবাসী বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টিন মানছে না তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফরিদপুর জেলায় এখন পর্যন্ত কোন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত ১০৪৮জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আর ২১৮জন ব্যাক্তি হোম কোয়ারেন্টিনে মেয়াদ শেষ করেছেন।