• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
বোয়ালমারীতে মানবিক সহায়তা কার্ডে ত্রাণ বিতরণ করলেন ইউএনও ঝোটন চন্দ্র

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে লক ডাউনে কাজ হারানো দিন মজুর ও শ্রমজীবি মানষের মাঝে মানবিক সহায়তা কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩.০৪.২০২০) সকালে এই উপজেলার প্রথম ময়না ইউনিয়নে এই কার্ডের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ঝোটন চন্দ। জানা যায়, ত্রাণ বিতরণে অনিয়ম রোধ করতে জেলা প্রশাসকের নিজস্ব পরিকল্পনা ও বাস্তবায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। ত্রাণ বিতরনে সঠিক উপকারভোগী যাচাই ও অনিয়ম রোধে এই মানবিক সহায়তা কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্ডের সাথে ছবিযুক্ত এই কার্ডের মাধ্যমে প্রতিটি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি হারে মাসে ২ বার চাউল দেওয়া হবে।  উজেলার সকল ইউনিয়নে ১৭০০ কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ এ কার্যক্রম শুরু হয়েছে।

ময়না ইউনিয়নের খরসুতি গ্রামের তহুরন বেগম বলেন, এই কার্ড পাওয়ার ফলে বেঁচে থাকার একটা নিশ্চয়তা এবং ত্রান পাওয়ার ব্যাপারে আস্হা ফিরে পেলাম। ছবিযুক্ত কার্ড পেয়ে আমরা খুশি। কেননা আমার চাল আর কেউ তুলতে পারবে না।

উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ঝোটন চন্দ বলেন, ফরিদপুরের জেলা প্রশাসকের নিজস্ব চিন্তা ধারায় এই মানবিক সহায়তা কার্ড সমাজের সর্বস্তরের লোকজন এই কার্ডের মাধ্যমে ত্রাণ চালু হওয়াতে সাধুবাদ জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।