বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে লক ডাউনে কাজ হারানো দিন মজুর ও শ্রমজীবি মানষের মাঝে মানবিক সহায়তা কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩.০৪.২০২০) সকালে এই উপজেলার প্রথম ময়না ইউনিয়নে এই কার্ডের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ঝোটন চন্দ। জানা যায়, ত্রাণ বিতরণে অনিয়ম রোধ করতে জেলা প্রশাসকের নিজস্ব পরিকল্পনা ও বাস্তবায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। ত্রাণ বিতরনে সঠিক উপকারভোগী যাচাই ও অনিয়ম রোধে এই মানবিক সহায়তা কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্ডের সাথে ছবিযুক্ত এই কার্ডের মাধ্যমে প্রতিটি হতদরিদ্র পরিবারকে ১০ কেজি হারে মাসে ২ বার চাউল দেওয়া হবে। উজেলার সকল ইউনিয়নে ১৭০০ কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ এ কার্যক্রম শুরু হয়েছে।
ময়না ইউনিয়নের খরসুতি গ্রামের তহুরন বেগম বলেন, এই কার্ড পাওয়ার ফলে বেঁচে থাকার একটা নিশ্চয়তা এবং ত্রান পাওয়ার ব্যাপারে আস্হা ফিরে পেলাম। ছবিযুক্ত কার্ড পেয়ে আমরা খুশি। কেননা আমার চাল আর কেউ তুলতে পারবে না।
উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ঝোটন চন্দ বলেন, ফরিদপুরের জেলা প্রশাসকের নিজস্ব চিন্তা ধারায় এই মানবিক সহায়তা কার্ড সমাজের সর্বস্তরের লোকজন এই কার্ডের মাধ্যমে ত্রাণ চালু হওয়াতে সাধুবাদ জানিয়েছেন।