মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। নিহত মিতু আক্তার (২২) উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল গ্রামের বকুল মোল্যার মেয়ে ও মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার কুয়েত প্রবাসী মারুফ মিয়ার স্ত্রী। এই বিষয়ে সালথা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার কুয়েত প্রবাসী মারুফ মিয়ার সাথে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকার বকুল মোল্যার একমাত্র মেয়ের সাথে বিবাহ হয়। স্ত্রীকে রেখে বিয়ের কিছু দিন পরে মারুফ বিদেশ চলে যায়, মিতু বাবার বাড়িতে থেকে নবকাম পল্লি বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করতো। গতকাল সোমবার প্রতিদিনের মত রাতে ঘুমাতে যায় সকাল বেলা পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় মিতুর নিথর দেহ দেখতে পায়। মিতুর নিথর দেহ নামানো হলে পরিবারের সদস্যরা বুঝতে পারে মিতু মারা গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিতু আত্মহত্যা করেছে, তবে আত্মহত্যার কারন এখনও জানা যায়নি।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ আমি নিজে ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।