• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
খাবারের সন্ধানে ফরিদপুরের লোকালয়ে হনুমান

হারুন-অর-রশীদ, ফরিদপুর:

ফরিদপুর শহরের বিভিন্ন এলাকাসহ লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান। খাবারের জন্য ও ভয়ে কখনো গাছে, আবার কখনো বাড়ি কিংবা দোকানের ছাদে ছুটোছুটি করছে এটি। গত কয়েকদিন থেকে বড় আকারের এই হনুমানটি দেখা যাচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) সারাদিন ফরিদপুর শহরের ডিসি অফিসের সামনের স্টেশন বাজার এলাকায় হনুমানটিকে দেখা যায় ছুটাছুটি করতে। এসময় কেউ কলা, কেউবা বিস্কুট, রুটি সহ নানা খাবার কিনে দিচ্ছেন হনুমানটিকে।

বন থেকে লোকালয়ে চলে আসায় এ হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-কিশোর ও নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনো ঘরের চালে, কখনো বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।

এসময় স্টেশন বাজারে কথা হয় মো. রাতুল শেখ ও তামিম কাজী নামে দুই ব্যক্তির সঙ্গে।

তারা বলেন, ‘হনুমানটি কোথা থেকে এসেছে তা তাদের জানা নাই। মানুষ দেখলেই হনুমানটি গাছের উঁচু ডালে অথবা কোনো বাসার ছাদে উঠছে। আবার খাবার দিলে কাছে এগিয়ে এসে খাবার নিচ্ছে। মাঝেমধ্যে শিশুরা ঢিল ছুড়ে এটিকে নানাভাবে উত্ত্যক্ত করছে।’

শহরের গুহলক্ষীপুর এলাকার বৃদ্ধা হাজেরা বিবি জানান, ‘কোথা থেকে এটি এসেছে তা কেউ জানে না। কয়েকদিন থেকে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। ট্রাকে করে কোন বনাঞ্চল থেকে এটি আসতে পারে।’

ফরিদপুরের বন বিভাগ জানায়, ‘গত কয়েকদিন আগে থেকে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটোছুটি করতে গিয়ে দলছুট হয়ে কোন পরিবহণ যোগে এ এলাকার লোকালয়ে এসেছে। হনুমানটির নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।’

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০

তাং: ২৩-০৩-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।