যৌনকর্মী ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবসায়ীদের
বিজয় পোদ্দার,ফরিদপুর :
মানুষ মানুষের জন্য স্লোগানকে সামনে রেখে সোমবার সন্ধ্যা ৬টায় ফরিদপুর শহরের রথখোলা যৌন পল্লীর ২০০ জন ও হাজী শরীয়তুল্লাহ বাজারের দরিদ্র নারী ১০০ জন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ডাল, আলু, তৈল, লবণ, পেঁয়াজ, মরিচ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম, দ্বিতীয় কর্মকর্তা বিলাল হোসেন, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্যা, সহ-সভাপতি আবুল হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক নূর মোহম্মাদ মাখন, কোষাধ্যক্ষ খাইরুজ্জামান লাবলু, লাইন সেক্রেটারী সতীশ চন্দ্র সরকার, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম লিচু, সালাউদ্দিন খান হায়দার, ব্যবসায়ী এম.এম মুসা ও হাফিজুর রহমান খান আনিছসহ নেতৃবৃন্দ।