বিজয় পোদ্দার, ফরিদপুর : আজ রবিবার ২৪ জানুয়ারী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শ্রমিক জননেতা বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলুর ১১ মৃত্যু বার্ষিকী।
দিনটি পালনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় আলীপুরস্থ কবরস্থানে দোয়া ও মুনাজাত। বিকেল ৩টায় ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা। শুক্রবার পারিবারিক উদ্যোগে এতিমখানায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচী রয়েছে। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠন শিবাজী নিকেতন প্রকাশ করবে হাসিবুল হাসান লাবলু স্মরণ সংখ্যা। কর্মসূচীতে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি শামীম হক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুমের সহধর্মিনী ঝর্না হাসান, পৌর মেয়র অমিতাভ বোসসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
২০১১ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।