• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ঠাকুরগাঁওয়ে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত সচিবের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁওয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ও ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব (আইএমইডি) আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ জেলার জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রথম মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, আইএমইডি এর সচিব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ এনডিসি, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, (পিপিএম), সৈয়দপুর সেনাবাহিনীর অধিনায়ক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জেলার করোনা’র পরিস্থিতি, ত্রাণ বিতরণ কার্যক্রম, ত্রাণের চাহিদা, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক কার্যক্রম, বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচলানাসহ বিভিন্ন বিষয়ের সাময়িক চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরে সংক্ষিপ্ত বিশ্লেষণ করেন।
চিকিৎসা বিভাগের মধ্যে সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, জেলার করোনা রোগীর সংখ্যা ও চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন সরকারের পাশাপাশি সকলকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ধৈর্যের সাথে ও সচেতন হয়ে মোকাবিলা করার আহবান জানান।
এছাড়াও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ এনডিসি বলেন, আমরা সকলে এক অজানা শত্রুর সাথে যুদ্ধে লড়াই করছি। আমি দেখলাম যে, অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলায় তেমন কোন লোক সমাগম নেই। লকডাউন অনকেটা কর্যকর হয়েছে এখানে। আপনারা যদি জেলায় ভাইরাস সংক্রমন রোধ বা কমাতে পারেন তাহলে প্রধানমন্ত্রীর কাঙ্খিত আশাগুলো পূরণ বা সাফল্য অর্জন করবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।