মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
করোনাভাইরাস রোধে ফরিদপুরের সালথায় বিদেশ ফেরত ৪৭জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। প্রতিনিয়ত থানা পুলিশ তাদেরকে কড়া নজরদারীর মধ্যে রেখেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, ১লা মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ভারত, সৌদি, তুরস্ক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, কাতার, কুয়েত ও মরিশাস সহ বিভিন্ন দেশ থেকে আসা সালথা উপজেলার ৭৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এরমধ্যে ২৬ জনের ১৪দিন হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বাকি ৪৭জন এখন হোম কোয়ারেন্টাইনে আছে। এছাড়াও ৭ জনের মতো প্রবাসী এলাকার বাইরে রয়েছেন বলে সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার জানিয়েছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত ৪৭জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই পুলিশের কড়া নজরদারীতে আছে। প্রতিনিয়ত আমি ও আমার অফিসার বৃন্দ বাড়িতে বাড়িতে গিয়ে তাদের উপর নজর রাখছি। জনসচেতনতার জন্য বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে স্টিকার লাগানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, যারা হোম কোয়ারেন্টাইনে আছে, তাদেরকে নজরদারীর মধ্যে রাখা হয়েছে। কেউ যদি কোন আইন, কোন নিয়ম, কোন শৃঙ্খলা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।