ফরিদপুর জেলা কৃষক লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
223 বার দেখা হয়েছে
০
ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এর প্রতি বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে স্বাধীনতার মহান স্থপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ ২৪শে নভেম্বর মঙ্গলবার সকাল ১০.৩০ টায় শহরের থানা রোডে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য শেখ আকতার হোসেন, জিল্লুর রহমান রাসেল প্রমুখ।