• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
সালথা’য় করোনা সতর্কতায় দোকানপাট বন্ধ

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে ফরিদপুর জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তির আলোকে মঙ্গলবার সকাল থেকে জেলার সালথা উপজেলার সকল দোকানপাট বন্ধ রয়েছে। তবে সকল ধরণের গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির পর সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ২৩ মার্চ সন্ধ্যায় উপজেলা সদর বাজারে গিয়ে কাচাঁমাল, পচনশীল পন্য, ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষনা দেন। এরপর মঙ্গলবার সকাল থেকেই উপজেলার সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে উপজেলার বিভিন্ন সড়কে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, মাহিন্দ্রসহ সব ধরনের পরিবহন চলাচল করছে।

এদিকে এলাকাবাসী ফার্মেসীগুলোতে গিয়ে স্যাভলোন, হ্যান্ড স্যানেটারী, হ্যান্ড গ্লোভবসহ অন্যান্য প্রয়োজণীয় দ্রব্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এসব প্রয়োজনীয় দ্রব্য সহজলভ্যতায় পাওয়ার দাবীও করেছেন।

উল্লেখ্য, গত ১৫ দিনে ৭৩ জন প্রবাসী উপজেলায় এসেছেন। এর মধ্যে বর্তমানের ৪৭জন হোম কোয়ারেন্টিনে আছেন। বাকি ২৬ জনের ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।