• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসন নদীতে ১১টি বাঁধ অপসারন করলেন মৎস্য বিভাগ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে ভূবেনশ্বর নদীতে গড়া ১১টি আড়াআড়ি বাঁধ বৃহস্পতিবার দিনভর অপসারন করেছেন মৎস্য বিভাগ। চলতি বর্ষা মৌসুমে উক্ত নদীর বিভিন্ন পয়েন্টে জুড়ে বাশ, জাল ও বানা দিয়ে আড়াআড়ি বাঁধ নির্মান করে নিধন করা হচ্ছিল মৎস্য প্রজাতি। উক্ত নদীতে অভিযান পরিচালনা করে ১১টি আড়াআড়ি বাঁধ, ৬টি চায়না দোয়ারী ও একটি ভেসাল বাঁধ অপসারনের পর আগুনে পুড়িয়ে তা ধ্বংস করেন উপজেলা মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এএসআই হাওলাদার ওমর, তিন পুলিশ কনস্টেবল, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন সহ কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।

জানা যায়, চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকে উপজেলা সদরে ভূবেনশ্বর নদীর বিএস ডাঙ্গী গ্রামের নজুর দোকান এলাকায় নদীতে গড়া বাঁধ, লোহারটেক গ্রামের বাঁধ, বাছার ডাঙ্গী গ্রামের বাঁধ, সরদার ডাঙ্গী ব্রীজের এলাকার বাঁধ ও মৌলভীরচর বাজার এলাকার নদীতে গড়া বাঁধগুলো অপসারন করেন মৎস্য বিভাগ। প্রতি বছর আষাঢ়-শ্রাবন মাসে পদ্মা নদী থেকে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা উঠে এসে উপজেলার অত্র ছোট্ট নদী দিয়ে বিভিন্ন কোল, বিল, খাল ও পুকুরে মাছের বংশ বিস্তার হয়ে থাকে। তাই উপজেলায় মাছের পোনা বিস্তারের স্বার্থে ভুবেনশ্বর নদীতে অভিযান পরিচালনা করেন মৎস্য বিভাগ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।